Header Ads

 


Garments Quality Controller Job Responsibilities

Ø Pre-Production Stage (উৎপাদন শুরু হওয়ার আগে)

  • Fabric inspection – কাপড়ের quality, GSM, রঙ, defect (hole, stain ইত্যাদি) চেক করা।
  • Accessories check – বোতাম, জিপার, লেবেল, প্যাকেজিং materials buyer-er specification অনুযায়ী কিনা দেখা।
  • Sample approval – Pre-production (PP) sample buyer-এর requirement মেনে হয়েছে কিনা approve করা।

Ø Production Stage (উৎপাদনের সময়)

  • Inline inspection – sewing, stitching, pattern, measurement, shade variation ইত্যাদি production চলাকালীন পর্যায়ক্রমে চেক করা।
  • Defect identification & correction – defect যেমন open seam, skipped stitch, broken stitch, wrong label ইত্যাদি চিহ্নিত করা এবং সাথে সাথে সংশোধনের ব্যবস্থা নেওয়া।
  • Workmanship check – সেলাই, ফিনিশিং, ট্রিমিং-এর গুণমান standard অনুযায়ী রাখা।
  • Production report maintain – প্রতিদিনের inspection result, defect percentage, corrective action নথিভুক্ত করা।

Ø Post-Production Stage (উৎপাদন শেষ হলে)

  • Final inspection – পুরো production lot buyer-এর standard অনুযায়ী পরীক্ষা করা।
  • Measurement check – গার্মেন্টসের size & fit measurement chart অনুযায়ী কিনা দেখা।
  • Packing & labeling check – প্যাকেট, কার্টুন, labeling buyer-er instruction অনুযায়ী কিনা verify করা।
  • AQL (Acceptable Quality Level) inspection – shipment-এর আগে international quality standard (যেমন AQL 2.5, 4.0) অনুযায়ী final quality check করা।

Ø Communication & Coordination

  • Production team, supervisor buyer QA/QC-এর সাথে নিয়মিত communication রাখা।
  • Defect বা quality problem হলে তা buyer-এর কাছে রিপোর্ট করা এবং সমাধানের ব্যবস্থা নেওয়া।
  • Training দিয়ে production team-এর quality awareness বাড়ানো।

 

v সংক্ষেপে – Garments QC মূলত defect-free, buyer-standard অনুযায়ী high-quality product নিশ্চিত করা, production-এর প্রতিটি ধাপে inspection করা এবং corrective action নেওয়ার দায়িত্বে থাকে।


No comments

Powered by Blogger.